ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভিপি প্রার্থী নুরুর আহত হওয়া নিয়ে যা বললেন ছাত্রলীগ সভাপতি শোভন
অনলাইন ডেস্ক
অজ্ঞান হওয়ার পর নুরুকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের হাতে নির্যাতিত হওয়ার অভিযোগ উঠা ভিপি প্রার্থী কোটা সংস্কর আন্দোলনের নেতা নুরুল হক নূরকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন এতথ্য জানান। 

একই সঙ্গে নুরুকে ছাত্রলীগের বিরুদ্ধে উঠা মারধরের অভিযোগকেও অস্বীকার করেন তিনি। ছাত্রলীগ সভাপতি বলেন, ''তাকে কোনো মারধর করা হয়নি। আমি ল্যাবএইড হাসপাতালে গিয়ে নুরুকে দেখে এসেছি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ডাক্তর বলেছে, ঘুম না হওয়ায় পরিশ্রমের কারণে এমনটা হয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা হিসেবে স্যালাইন দিয়েছি।'' 

এর আগে, রোকেয়া হলে অনিয়নের প্রতিবাদ করায় নির্বাচনে ভিপি প্রার্থী নুরুল হক নুরু ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার ও লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠে। এ সময় নুরু অজ্ঞান হয়ে পড়ে যান।

বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৯/মাহবুব



এই পাতার আরো খবর