ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডাকসুর ফল প্রকাশ করা হলে ছুড়ে ফেলা হবে: ভিপি প্রার্থী অরণি
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ না করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অবিলম্বে পুন:নির্বাচনের জন্য তফসিল ঘোষণারও দাবি জানাচ্ছেন তারা।

বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের একাংশের ‘স্বতন্ত্র জোট’-এর ভিপি প্রার্থী অরণি সেমন্তি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফল প্রকাশ করা হলে সে ফল ছুড়ে ফেলা হবে। অবিলম্বে পুন:নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করুন।

এর আগে, ডাকসু নির্বাচনে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সব প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। 

বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৯/মাহবুব



এই পাতার আরো খবর