ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে যুক্তরাষ্ট্র ছাত্রদল
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির মধ্য দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মতামত ছিনিয়ে নেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রদল। নির্বাচনী ফলাফল গণমাধ্যমে দেখার পরপরই ১১ মার্চ সোমবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক প্রতিবাদ সমাবেশ করে পুননির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদলের নেতারা। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন।  অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাউসার আহমেদ, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ শাওন, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু প্রমুখ। 

বিক্ষোভে আরও ছিলেন ফারুক আহমেদ, রুকনউদ্দিন, মো. মান্নান, ছায়েদ আলী, মো. রাজ, সেলিম উদ্দিন,আব্দুল গাফ্ফার প্রমুখ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর