ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বন্যা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : ড.খন্দকার মোশারফ হোসেন
টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড.খন্দকার মোশারফ হোসেন বলেছেন, যথাসময়ে পদক্ষেপ না নেয়ায় বন্যা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে। বন্যার আগেই ভারতের সঙ্গে কথা বলে বাংলাদেশের উজানের গেইট গুলি নিয়ন্ত্রন করা যেত। কিন্তু সরকার তা করতে পারেনি। 

আজ রবিবার দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুরে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সময়মত পদক্ষেপ না নেয়ায় সরকার ডেঙ্গু মোকাবেলায় সম্পূর্ন ব্যর্থ হয়েছে। ডেঙ্গু আজ দেশে মহামারি আকার ধারন করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ



এই পাতার আরো খবর