ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নাটোরে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত
নাটোর প্রতিনিধি:

নাটোরে এখন পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। যাদের বেশির ভাগ রাজশাহী মেডিকেলসহ বিভিন্ন ক্লিনিকি চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে দুজনকে রবিবার শনাক্ত করা হয়েছে। রবিবার দুপুরে নাটোর সততা ক্লিনিক, ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল আওয়াল রাজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি মাসে ১৫ জনকে পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭ জনের শরীরে ডেঙ্গু পাওয়া গেছে। যার মধ্যে রবিবার পাওয়া গেছে দুজন রোগীকে। যাদের বেশির ভাগ নাটোরের বাহিরের রোগী। তিনি আরও বলেন, ডেঙ্গু রোগ সনাক্তের জন্য এনএস ওয়ান, আইজিজি এবং আইজিএম এই তিন পদ্ধতিতে সনাক্ত করা হচ্ছে। যার খরচ পড়ছে সবোর্চ্চ দুই হাজার থেকে ২ হাজার ৪ শ টাকা।

নাটোরের সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম জানান, বিশ্বস্ত সূত্র আমরা দু' জন রোগির কথা শুনেছি। কারণ সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর এখনও শনাক্ত হয়নি।

তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে আমরা সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটা সেল গঠন করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

 



এই পাতার আরো খবর