ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

লালমনিরহাটে ৩ ডেঙ্গু রোগী শনাক্ত
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া ৩ রোগীকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। গত শনিবার, ২৭ জুলাই আনন্দ রায় নামের ১৭ বছর বয়সী এক রোগী হাসপাতালে ভর্তি হন। তিনি আদিতমারী উপজেলার আরাজি দেওডোবা গ্রামের কামিনী রায়ের ছেলে। আনন্দ প্রথম কেউ যিনি লালমনিরহাটে ডেঙ্গু আক্রান্ত হিসাবে শনাক্ত হলেন।

এদিকে, রবিবার সকালে একই হাসপাতালে লিটন (২৭) নামের আরেক জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তিনি সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওরাটারী গ্রামের নুরু হকের ছেলে। তিনি জ্বর নিয়ে ঢাকা থেকে আসেন। হাসপাতালে ভর্তির পর তাকে ডেঙ্গু আক্রান্ত বলে শনাক্ত করা হয়। মঙ্গলবার সকালে আরো একজন রোগি ভর্তি হলে সেও ডেঙ্গু রোগী বলে শনাক্ত হয়।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. কাশেম আলী ও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. গোলাম মোহাম্মদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। তিনি এ বিষয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর