ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজগঞ্জে ১১ ডেঙ্গু রোগী শনাক্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ১১ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন এবং দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।  

সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন-শাহজাদপুর উপজেলার আব্দুল হাই (২৫), সদর উপজেলার পূর্ববাঐতারা গ্রামের সুজন সরকার (২৮),পৌর এলাকার হাসপাতাল রোডের আশিক কুমার (২৮), সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের ইমন (১৩), উল্লাপাড়া উপজেলা সদরের শিদুল ইসলাম (২৪) ও বেলকুচি উপজেলার নাগগাঁতী গ্রামের রেজাউল (৩০)। বগুড়া চিকিৎসাধীন দুজন হলো সুজন শেখ (৩০) ও রিপন শেখ (২৫)।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, গত ৫দিনে তীব্র জ্বর ও ব্যথা নিয়ে ১১ জন রোগী সিরাজগঞ্জ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে তাদের রক্ত ও বিভিন্ন পরীক্ষা করার পর ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর