ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নাটোরে সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু সেল, ১৫ রোগী শনাক্ত
নাটোর প্রতিনিধি

ডেঙ্গু সেল খোলার পর আজ মঙ্গলবার থেকে নাটোর সদর হাসপাতালে শুরু হয়েছে রোগী শনাক্তকরণ। সকাল থেকেই সদর হাসপাতালে ডেঙ্গু সেলের সামনে ভিড় করতে থাকেন আতঙ্কিত মানুষ। এদিন ডেঙ্গু আক্রান্ত এক নারীকে ভর্তি করা হয় সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে।

এদিকে, নাটোরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এখন পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত সকল রোগীই ঢাকা থেকে আগত বলে জানান নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রবিউল আওয়াল।

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর