ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আজ মঙ্গলবার পর্যন্ত অন্তত ১২জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

জানা গেছে, প্রতিদিনই কোন না কোন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। জ্বর হলেই মানুষজন ডেঙ্গু আতঙ্কে আসছে হাসপাতালে। তবে যারা ডেঙ্গুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তাদের সবাই ঢাকা থেকে শেরপুরে আসা মানুষজন বলে জেলার স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে।  

হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাদিম হাসান জানিয়েছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে একটি ডেঙ্গু রোগী চিকিৎসা কর্নার খোলা হয়েছে। ডেঙ্গু পরীক্ষা সংক্রান্ত যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গত ২০ দিনে অন্তত ১৮ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা তিনি করেছেন বলে জানান।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর