ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গু আতঙ্কে কমছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি
অনলাইন ডেস্ক

ডেঙ্গু আতঙ্কে কমে গেছে রাজধানীর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার। ঈদের ছুটিকে সামনে রেখে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন। অনেকে স্ত্রী-সন্তাকে পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে।

তবে ডেঙ্গুর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো উপস্থিতি কমেনি বলে দাবি করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি বেগম।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধে জেলা শিক্ষা কর্মকর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। 

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, মাউশি থেকে প্রতিদিনই জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ সংশ্লিষ্ট কর্মকাণ্ড তদারকি করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর