ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গু টেস্ট করতে ভোগান্তি
অনলাইন প্রতিবেদক
রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ডেঙ্গু টেস্ট করার জন্য দীর্ঘ লাইন।

ডেঙ্গু টেস্ট করতে রাজধানীর হাসপাতালগুলোতে বেশ বেগ পোহাতে হচ্ছে জ্বর আক্রান্ত রোগীদের। বিশেষ করে সরকারি হাসপাতালে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। কিন্তু সহসাই করা যাচ্ছে টেস্ট। চাহিদার তুলনায় সেবাকর্মীর সংখ্যা অনেক কম হওয়ায় ডেঙ্গু টেস্টের লাইনে দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ভ্যাপসা গরম। এতে করে অসুস্থ অনেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালসহ রাজধানীর বেশির ভাগ সরকারি হাসপাতালে এমন চিত্র দেখা মিলছে।

এ বিষয়ে রোগীরা অভিযোগ করেন, ডেঙ্গু নিয়ে সরকারের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হলেও টেস্টে প্রয়োজনের তুলনায় সেবাকর্মীর সংখ্যা অনেক কম। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে শিশুরা বেশি ভোগান্তিতে পড়ছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে তারা আরও অসুস্থ হয়ে পড়ছে। রোগীরা বলেন, এখানে যদি অতিরিক্ত জনবল রাখা হতো তাহলে এভাবে কষ্ট করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো না। এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার জন্য তারা জোরালো আহ্বান জানান।

বিডি-প্রতিদিন/মাহবুব



এই পাতার আরো খবর