ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের জনসচেতনতামূলক কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গুজব ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে বগুড়া জেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় এডিস মশা নিধনে ৩ দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুজব ছড়িয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। কেউ গুজবে কান দিবেন না। সন্দেহমূলক কিছু দেখলে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান বক্তারা। 

ডেঙ্গু প্রতিরোধে নিজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সহ সচেতনতা বৃদ্ধির জন্য নেতাকর্মীদেরকে পাড়া-মহল্লায় জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। 

এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা মতিউল ইসলাম মিন্টু, রাগেবুল আহসান রিপু, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, আবু সুফিয়ান সফিক, এস এম রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, আব্দুর রউফ প্রমুখ। 

এর পরে এডিস মশা নিধনে সাতমাথা এলাকায় ওষুধ স্প্রে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার পত্র বিতরণ করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর