ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ইনুর
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এডিস মশার বিস্তার, অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া, ডেঙ্গুতে মানুষের মৃত্যুসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত মানুষের দুরাবস্থায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে নতুন রাজনৈতিক চুক্তি দরকার।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু আরও বলেন, শেয়ার বাজার লুটেরা, দুর্নীতিবাজ, অসৎ রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাসহ অপরাধীরা নিজেদের ধরা-ছোঁয়ার বাইরে মনে করছে। জাসদ সভাপতি বলেন, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজনৈতিক শান্তি, স্থিতিশীলতা অর্জন ও উন্নয়নের যুদ্ধ পর্ব ছিল। ২০১৯ সালে রাজনীতির নতুন পর্ব ‘সুশাসনের জন্য যুদ্ধ’ পর্ব শুরু হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, সহ-সভাপতি আফরোজা হক রীনা, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. হাবিবুর রহমান শওকত প্রমুখ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর