ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে ১৯ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাঞ্ছারামপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে আরও ৩ জন, যাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আজ বুধবার ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগ সংক্রান্ত এক সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন ডা. মো. শাহআলম একথা জানান। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। সভায় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দুর রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। 

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর