ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ওসমানীতে ডেঙ্গু রোগীদের ফ্রি সেবা দিতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের সব ধরনের চিকিৎসা ও পরীক্ষা ফ্রিতে দেওয়ার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ বুধবার সকালে টেলিফোনে হাসপাতাল কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন কিনি। 

এদিকে আজ বুধবার ডেঙ্গু পরীক্ষার জন্য এন্টিজেন্ট ও এন্টিবডি টেস্টের সরঞ্জাম ওসমানী হাসপাতালে পৌঁছেছে। এর আগে, এ দুটি টেস্টের জন্য রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হলেও আজ থেকে ওসমানীতেই ফ্রিতে টেস্ট দুটি করা হচ্ছে। ওসমানী হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত) ওসমানীতে ডেঙ্গু আক্রান্ত নতুন ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ডেঙ্গু  আক্রান্ত ৬ জন রোগী। বর্তমানে হাসপাতালে ৩৮ জন ভর্তি আছেন।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর