ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২৪ ঘণ্টায় মির্জাপুরে ৪২ ডেঙ্গু রোগী শনাক্ত
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল গত ২৪ ঘণ্টায় আরও ৪২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৫৫ জনে উন্নীত হল। কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত করেছেন। এদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত কুমুদিনী হাসপাতালে ২৮ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও বেসরকারি ক্লিনিক-হাসপাতালে রোগীদের ভিড় প্রতিদিন বাড়ছে।

বৃহস্পতিবার বিভিন্ন ক্লিনিক-হাসপাতাল ও কুমুদিনী হাসপাতালে গিয়ে দেখা গেছে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা চলছে।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু জ্বর রাজধানী ঢাকায় পাশাপাশি এখন গ্রাম এলাকায়ও ছড়িয়ে পড়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন গ্রামে বৃহস্পতিবার পর্যন্ত ৫৫ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর এসব রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ২৮ জন ডেঙ্গু রোগী কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে গিয়ে দেখা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মশারির ভিতরে রেখে চিকিৎসা সেবা চলছে। হাসপাতালের বর্হিবিভাগ ও ভিতরে রোগী ও স্বজনদের ভিড় দেখা গেছে। 

কুমুদিনী হাসপাতালের এজিএম(অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন বলেন, বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত রোগী এখানে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু জ্বর শনাক্ত করার পর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের সঠিকভাবে চিকিৎসা দিতে হাসপাতালের চিকিৎসক-নার্সরা একযোগে কাজ করছেন। এ ব্যাপারে ডাক্তার নার্স ও কুমুদিনী  হাসপাতাল কর্তৃপক্ষ বৃধবার এক জরুরি সভা করে।

এদিকে, ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে সদরে র‌্যালি ও আলোচনা সভা করেছে। সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারি হাসপাতাল ক্লিনিক কর্তৃপক্ষকে ডেঙ্গু রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক।

বিডি-প্রতিদিন/মাহবুব



এই পাতার আরো খবর