ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সাংবাদিকদের বাধা দিলেন সচিব, ধমক দিলেন মন্ত্রী
অনলাইন ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে বিদেশ সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কঠোর সমালোচনার মুখে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন মন্ত্রী।

উদ্ভূত পরিস্থিতিতে দেশে ফিরেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন মন্ত্রী- এমন ঘোষণা দেওয়া হয়।

কিন্তু পূর্ব নির্ধারিত সেই সংবাদ সম্মেলন স্থগিত করে মন্ত্রণালয়। এরপরও ডেঙ্গু পরিস্থিতি ও বিদেশ সফর নিয়ে মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা।

কিন্তু সাংবাদিকদের বাধা দেন মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম।

বেশ কিছুক্ষণ চেষ্টার পর একটি বৈঠকের ফাঁকে সাংবাদিকদের ভেতরে প্রবেশের সুযোগ দেন মন্ত্রী জাহিদ মালেক। বক্তব্য শেষে সাংবাদিকরা তার বিদেশ সফর নিয়ে প্রশ্ন করতে চাইলে তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেন মন্ত্রী। বিদেশ সফর প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গে প্রশ্ন করতে বলেন তিনি।

এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বাস্থ্য সচিব উপস্থিত সাংবাদিকদের আর প্রশ্ন না করার অনুরোধ জানিয়ে অন্য প্রসঙ্গে চলে যান।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য সভাকক্ষে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গিয়েছিলেন মন্ত্রী। সমালোচনার মুখে তড়িঘড়ি করে সফর সংক্ষিপ্ত করে বুধবার (৩১ আগস্ট) রাতে ঢাকায় ফিরে আসেন তিনি।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর