ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গুতে মৃত্যুর সঠিক হিসাব নেই মন্ত্রীর কাছে
অনলাইন ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন জানেন না ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কতজন মারা গেছেন।’ তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত মোট কতজন মারা গেছে, তার সঠিক হিসাব এখন দেওয়া সম্ভব নয়। খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে।’

আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্তদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিশ্বের কয়েকটি দেশের তুলনায় আমাদের দেশে মৃত্যুর সংখ্যা খুবই কম। সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে, সেটা আরেকটু বাড়তে পারে। আমরা আজ পাঁচ-সাতটি হাসপাতাল পরিদর্শন করবো। এ বিষয়ে সবশেষ যে তথ্য আসবে, তা আপনাদের জানাবো। এ মুহূর্তে আমাদের হাতে সঠিক তথ্য নেই।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে এখন পর্যন্ত ১৬শ’ থেকে ১৭শ’ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। গত তিন-চার দিনে একই হার রয়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে না।’ বিএসএমএমইউ পরিদর্শনে মন্ত্রী ছাড়াও এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর