ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেঙ্গু পরীক্ষা ও হাসপাতালে ভর্তি না হওয়ার আহ্বান
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেঙ্গু পরীক্ষা ও হাসপাতালে ভর্তি না হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক সানিয়া তাহমিনা বলেন, যারা জ্বরে আক্রান্ত হচ্ছেন, তাদের মাত্র ৫ থেকে ১০ শতাংশ ডেঙ্গু রোগী।

তিনি বলেন, ডেঙ্গু টেস্টের জন্য মানুষ অহেতুক ভিড় করছেন। দেখা যাচ্ছে যাদের টেস্ট করা হচ্ছে তাদের ৫ থেকে ১০ শতাংশ ডেঙ্গু রোগী।

তিনি আরও বলেন, বিভিন্ন চাপে হাসপাতালগুলো তাদের ভর্তি করতে বাধ্য হচ্ছে। এদের অর্ধেকই বাসায় ট্রিটমেন্ট করতে পারে। এর ফলে যাদের বেশি নজর দেয়া দরকার, তাদের উপর নজর দেয়া যাচ্ছে না। এতে আমাদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর