ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত চিকিৎসা সেবার উদ্যোগ
অনলাইন ডেস্ক

ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত চিকিৎসা সেবার উদ্যোগ নিয়েছে সরকার। ডেঙ্গু নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ মোতাবেক রক্ত পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

রাজধানীর মিডফোর্ড হাসপাতালের ১০০, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০০ বেড বাড়ানো হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জিরি ইন্সটিটিউটে ১০০০, সোহরাওয়ার্দী হাসপাতালে ১০০০ ও শিশু হাসপাতালে কিছু নতুন প্রস্তুত রাখা হয়েছে।  

সরকারি হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও চিকিৎসা করা হচ্ছে। বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। সব সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্স এবং সিটি করপোরশের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর