ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রামেকের ডেঙ্গু কেবিনে তালা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৭ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের বাইরে জায়গা হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত নওগাঁ থেকে আসা সেতারা বেগমের। কিন্তু কিছুদিন আগেই চালু হওয়া ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত কেবিনটিতে ঝুলছে তালা। রোগীদের জন্য ঢাক-ঢোল পিটিয়ে চালু করা ডেঙ্গু ওয়ার্ডের কেবিনে ঝুলছে তালা। আর রোগীদের জায়গা হয়েছে মেঝেতে।  রামেক হাসপাতালের তিন তলায় ডেঙ্গু কর্ণার হিসেবে পরিচিত ১৭ নম্বর কেবিনে গিয়ে দেখা যায় সেটি তালা বন্ধ। এর পাশের কেবিনটিতে একজন সিজারিয়ান রোগীকে রাখা হয়েছে। উপস্থিত নার্সদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্তৃপক্ষের সিদ্ধান্তে ডেঙ্গু রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। এখানে যারা ছিলেন তাদের ২৫ নম্বর ওয়ার্ডে সেবা দেওয়া হচ্ছে।    ২৫ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডটিতে রোগীদের সেবা দিচ্ছে উপস্থিত নার্স ও ইন্টার্ন চিকিৎসক। সেখানে কয়েকটি বেড ফাঁকা। ওয়ার্ড থেকে বের হয়ে হাসপাতালের ৩৬, ২৭ ও ৩৭ ওয়ার্ডের সামনের বারান্দার মেঝেতে দুইজন রোগীকে মশারি টনিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায়। তারা জানান, তাদের দুজনেই ডেঙ্গুতে আক্রান্ত। ওয়ার্ডে বেড নেই অজুহাতে তাদের বারান্দায় ফেলে রাখা হয়েছে।    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগীর স্বজন অভিযোগ করেন, হাসপাতালের নিচতলার অন্য আরেকটি ওয়ার্ডেও কয়েকজন ডেঙ্গু রোগীকে একইভাবে মশারি দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছে। রোগীদের অভিযোগ, ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসক ঠিক মতো আসেন না। আর ওয়ার্ডে বেড নেই বলে তাদের বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেঝেতে অবস্থান করা রোগীরা জানিয়েছেন, ফ্যান না থাকায় গরমে কষ্ট পাচ্ছেন। বারান্দায় থাকায় মশা-মাছি ও হাসপাতালের দুর্গন্ধ তাদের ভোগান্তিতে ফেলেছে।   রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ডেঙ্গু কর্ণারটি ঠিক বন্ধ সেটি বলা যাবে না। প্রয়োজন পড়লে কেবিনগুলো ব্যবহার করা হবে। এখন প্রয়োজন পড়ছে না। তিনি আরও জানান, হাসপাতালে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় ২৫ নম্বর ওয়ার্ডে সবাইকে রেখে চিকিৎসা করা হচ্ছে। আর যাদের অবস্থা গুরুতর নয়, তাদের ওয়ার্ডে নেওয়া হয়নি।    উল্লেখ্য, শুরু থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালে ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা সেবা নিয়ে ফিরে গেছেন ৯১ জন। হাসপাতালে এখন চিকিৎসাধীন আছে ৮২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সোমবার চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ১৫ জন। আইসিইতে ভর্তি আছেন একজন রোগী।  

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর