ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে ডেঙ্গু সচেতনতায় সেমিনার
ময়মনসিংহ প্রতিনিধি:

ডেঙ্গু নিয়ে সচেতনতা, সাম্প্রতিক প্রবণতা ও ব্যবস্থাপনা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে মেডিসিন বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডা. টিটো মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আনোয়ার হোসেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হরি মোহন পন্ডিতের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আবুল কাসেম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক ডা. এইচ. এ. গোলন্দাজ তারা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

সেমিনারে কারিগরী সেশনে ডেঙ্গু নিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের রেজিষ্টার ডা. মো. মহিউদ্দিন খান, কনসালটেন্ট ডা. মো. ওয়াহিদুর রহমান ছোটন ও সহযোগী অধ্যাপক ডা. পার্থ প্রতীম দাস। 

বক্তারা ডেঙ্গুর এডিস মশার উৎপত্তি, রোগের লক্ষণ-চিকিৎসা ও এর প্রতিকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, হাসপাতাল চিকিৎসক, নার্স ও ঔষধ কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর