ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুলছাত্রী অথৈই সাহাকে (১১) বাঁচানো গেল না। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে ঢাকায় মারা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, অথৈই সাহা গত ৬-৭ দিন যাবত জ্বরে ভুগছিল। প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হয়। অবস্থার অবনতি হলে রবিবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা অথৈইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। 

ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বলা সাড়ে ১১ দিকে সে মারা যায়। অথৈই সাহা বোয়ালমারীর নিউ অলব্রাইট প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামের কানাই সাহার মেয়ে। তিন বোনের মধ্যে অথৈই সাহা দ্বিতীয়। তার পিতা ঢাকায় জুয়েলারি ব্যাগের ব্যবসা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস বলেন, উপজেলার চতুল গ্রামের জিয়াউর শেখ (৪০) ডেঙ্গু জ্বর নিয়ে রবিবার রাত সোয়া আটটায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর