ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গু টেস্ট কিট-রিএজেন্ট আমদানি শুল্ক-কর ছাড়
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরের টেস্ট কিট ও রিএজেন্ট আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ার প্রেক্ষিত স্বাস্থ্য খাতে সরকারি সহায়তা বাড়ানো ও স্বল্প খরচে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআর আরও জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক এনবিআর জনস্বার্থে ডেঙ্গু টেস্ট কিটস, ডেঙ্গু রিএজেন্ট ও টেস্ট কিটস ফর প্লাটেলেট এন্ড প্লাসমা’র ওপর আরোপনীয় সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট, আগাম কর এবং অগ্রীম আয়কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

এই সুবিধা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে ওই পণ্যসমূহ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণ আমদানিতে এই সুবিধা কার্যকর হবে। আমদানি করা ওই পণ্যসমূহ মানসম্মত কিনা তা ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর