ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে নতুন আরও ২৭ ডেঙ্গু রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নতুন আরও ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। বাকি ৫ জন ভর্তি হয়েছেন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। 

গত ২৪ ঘণ্টায় ওসমানী হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৯ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশু। এছাড়া গত ২৪ ঘন্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফিরেছেন ২৭ জন। ফলে গতকাল সোমবার ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩৬ জন। 

গত ৭ জুলাই থকে গতকাল সোমবার পর্যন্ত সিলেট ওসমানী হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছিলেন ১৩১ জন। এর মধ্যে ৯৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যাননি কেউ। 

এদিকে, সোমবার ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক আসাদ উদ্দিন। এসময় তিনি রোগীদের জন্য ডাব নিয়ে যান। প্রত্যেক রোগীকে ডাবের পানি পান করিয়ে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর