ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পটুয়াখালীতে ৬৩ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ২১
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২১ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ জেলায় অল্প সংখ্যক রোগী বাড়লেও হাসপাতালে চিকিৎসা নিয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪০ জন।

গত ১৬ জুলাই থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চিকিৎসকরা ১ জন রোগীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আর অপর ১ জনকে বরিশাল শেবাচিমে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছেন স্বজনরা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ভর্তি হয়েছেন ৯জন রোগী। এদের মধ্যে ৭ জন পুরুষ ২ জন নারী। 

পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১ জন রোগী। তবে আক্রান্তদের মধ্যে বেশীর ভাগই বয়স্ক পুরুষ রোগী।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর