ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় ২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ১৬৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত হলো। এর মধ্যে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালসহ  বেসরকারি হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, সদর হাসপাতালে বিছানা থাকায় রোগীরা বিপাকে পড়েছেন। বারান্দায় অন্যান্য রোগীর সঙ্গে একসাথে চিকিৎসা নিতে হচ্ছে।

অন্যদিকে, সিরাজগঞ্জ পৌরসভা এডিস মশা ও লার্ভা নিধনে শহরের অলি-গলিতে মশক নিধন স্প্রে শুরু করলেও উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে মশক নিধনে ব্যবস্থা গ্রহণ না করায় মানুষ ডেঙ্গু আতঙ্কে ভুগছে। প্রতিদিনই ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমএ) ডা. ফরিদুল ইসলাম জানান, সদর হাসপাতালে ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। দুটি ওয়ার্ড ডেঙ্গুর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। জায়গা সংকুলান না হওয়ায় মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আজকে (মঙ্গলবার) ডেঙ্গু টেস্টের এনএস-১ টেস্টের কিট বা রিএজেন্ট সরবরাহ পাওয়া গেছে। এখন থেকে হাসপাতালেই সব পরীক্ষা করানো হবে।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর