ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পঞ্চগড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে
বোদায় ৪ ডেঙ্গু রোগী শনাক্ত
পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলায় ক্রমশ ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকা থেকে এসব রোগীরা পঞ্চগড়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আজ মঙ্গলবার সকালে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। 

তারা হলেন-বোদা উপজেলার বোদা পৌরসভার বানিয়াপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম (২০), একই উপজেলার সাকোয়া ইউনিয়নের ফজলে বারীর ছেলে আলমগীর (২৬), একই উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কামারপাড়া এলাকার দবিরউদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৫) এবং বোদা পৌর এলাকার শরিফুল ইসলাম।  

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রচন্ড জ্বর নিয়ে রোগীরা হাসপাতালে আসলে তাদের ডেঙ্গু রোগী কিনা তা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর আক্রান্ত রোগীদের ডেঙ্গু সেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তরা ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন আবার কেউ কেউ রিকশা ভ্যানচালান বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহিদুর রহমান জাহিদ ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন। ডেঙ্গু সেলে মাত্র ৪টি বেড রয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও জানান, এখনো স্থানীয়রা ডেঙ্গুতে আক্রান্ত হননি। যারা আক্রান্ত হচ্ছেন, তারা ঢাকায় আক্রান্ত হয়ে পঞ্চগড়ে আসছেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর