ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মশা মারার ওষুধ দ্রুত আমদানির সুপারিশ
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু পরীক্ষার কীটসহ বিদেশ থেকে দ্রুত মশা মারার ওষুধ আমদানির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দেশ উৎপাদিত ওষুধ উৎপাদন ও মজুদ পরিস্থিতির প্রতি নজরদারি রাখার সুপারিশ করা হয়। 

এছাড়া মশা মারার কার্যকর ওষুধ আমদানিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নেওয়াসহ ওষুধের কার্যকারিতা যাচাই করে তা প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মো: মুরাদ হাসান,  আ ফ ম রূহুল হক,  মো: মনসুর রহমান, মো: আবদুল আজিজ বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধি ও গণ মাধ্যমে  সম্প্রচারের সুপারিশ করা হয়। 

বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে  সারাদেশের কুরবানীর বর্জ্য দ্রুত অপসারণের সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় পদক্ষে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর