ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ড্রেন পরিষ্কার করে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ ডিসির
নীলফামারী প্রতিনিধি:

পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের মাঝে সচেতনতা সৃষ্টি করেছেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

বুধবার(৭আগষ্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন তিনি। 

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নিজ হাতে ড্রেন পরিষ্কারের মাধ্যমে এর শুভ সূচনা করেন। একই সময় ড্রেন পরিষ্কার করে মশক নিধনে স্প্রে  করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। 

পরে কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সোনালী ব্যাংক, পোস্ট অফিস, রিকসা ভ্যান  শ্রমিক ইউনিয়ন, এআর জেনারেল হাসাপাতাল, গণপুর্ত অফিস, আধুনিক সদর হাসপাতাল, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, অফিসার্স ক্লাবের পরিচচ্ছন্নতা অভিযান পর্যবেক্ষণ করেন তিনি।        

কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর