ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খাগড়ছড়িতে আরও ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
মো : জহুরুল আলম, খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে  আজ বুধবার নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরও পাঁচজন। এ নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে, ২৪ জন রোগী বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, বুধবার নতুন করে ভর্তি হওয়া ৫ জনসহ ২৫ রোগী চিকিৎসা নিচ্ছেন আমাদের এখানে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় থাকে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে। 

এদিকে বুধবার খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের নেতৃত্বে গোটা পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালানো হয়েছে। এই অভিযান সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টা র্পযন্ত চলে। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর