ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফরিদপুরে ৩৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
ফরিদপুর প্রতিনিধি :

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিনই জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির পাচ্ছে। সরকারি-বেসরকারি এবং উপজেলা হাসপাতাল গুলোতেও ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছে আক্রান্তরা। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় স্যালাইন ব্যাগের সংকট দেখা দিয়েছে। ফলে চিকিৎসা সেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। গত কয়েকদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত ৩০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। এদিকে, বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আ. জলিল নামে একজন রোগীর মুত্যু হয়। ছাড়পত্রে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর কথা বলা হলেও হাসপাতাল কর্তৃৃপক্ষ পরে তা অস্বীকার করেন এবং ভুলক্রমে ছাড়পত্রে তা লেখা হয়েছে বলে জানান।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর