ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢামেকে আরও একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবারভোরে আওলাদ হোসেন (৩২) নামে ওই রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আওলাদ হোসেন মুন্সীগঞ্জ সদরের তোফাজ্জল হোসেনের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন। এ নিয়ে ঢামেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

আওলাদের মামা আক্তার হোসেন জানান, ৩-৪ দিন ধরে আওলাদ জ্বরে ভুগছিলেন। টেস্ট করালে ডেঙ্গু ধরা পড়ে। তবে তিনি বাড়িতেই ছিলেন। অবস্থা খারাপ হলে ঢাকায় নিয়ে আসা হয়। বমি, পাতলা পায়খানা, প্রেসার লো হয়ে অবস্থার অবনতি ঘটে। আজ বুধবার ভোরে সে মারা যায়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর