ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগী
নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এসে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এতোদিন ভর্তি হওয়া রোগীদের সবাই ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছিলেন ঢাকা থেকে। কিন্তু এখন ঢাকায় না গিয়েই আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে চিকিৎসকদের ধারণা সিলেটেই এডিস মশার বিস্তার ঘটছে। ইতোমধ্যে সিলেট নগরীর দুটি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে। 

এদিকে, গত ২৪ ঘন্টায় ওসমানী হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২১ রোগী ভর্তি হয়েছেন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। নতুন ভর্তি রোগীর মধ্যে ১৮ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫২ জন রোগী। 

গত ৭ জুলাই ওসমানী হাসপাতালে প্রথশ ডেঙ্গু রোগী ভর্তি হন। গত একমাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ১৬৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

 



এই পাতার আরো খবর