ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গু রোধে মসিকে ছাড়া হচ্ছে 'মশাভুক মাছ'
অনলাইন ডেস্ক

রাজধানীসহ দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর। ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে ডেঙ্গু পরিস্থিতি। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেও ডেঙ্গু রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সদের। 

এদিকে, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি নালা-নর্দমায় মশার ডিম ও লার্ভা নিয়ন্ত্রণে সফলতা দেখানো ‘মশাভুক মাছ’ (মসকিউটো ফিশ) নিয়ে অভিযানে নেমেছে। নগরীর নালা-নর্দমায় ছাড়া হচ্ছে মশাখেকো এ মাছ। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনের বড় নালায় ও স্কুলটির পুকুরে প্রায় ৭ হাজার ‘মশাভুক মাছ’ অবমুক্ত করেন। নগরীর প্রায় ৩শ কিলোমিটার নালা ও ১২টি নর্দমায় প্রায় লক্ষাধিক মাছ অবমুক্ত করার টার্গেট নেওয়া হয়েছে সপ্তাহখানেকের মধ্যেই।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর