ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রত্যেক পরিবারকে এডিসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান বাদশার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কারও ওপর নির্ভরশীল নয়, ডেঙ্গুজ্বরের জীবাণু বাহক এডিস মশার বিরুদ্ধে প্রত্যেকটি পরিবারকেই লড়াইয়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

তিনি বলেছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে এডিসের আবাস ধ্বংস করলে ডেঙ্গু রোগ ছড়াবে না। শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর পাচানিমাঠ এলাকায় ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পার্টির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা।

তিনি বলেন, রাজশাহীতেও এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এখন ঘরে বসে থাকলে চলবে না। কারও দিকে তাকিয়ে থাকলেও হবে না। ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার আগেই আত্মনির্ভরশীল হয়ে প্রত্যেকটি পরিবারকে এডিসের বিরুদ্ধে লড়াই করতে হবে। নিজ বাড়ি, বাড়ির চারপাশ আগাছামুক্ত রাখতে হবে।

বাদশা বলেন, আজ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুরো মহানগরীতে বাড়ি বাড়ি প্রচারপত্র পৌঁছে দেওয়া হলো। প্রত্যেকটি পরিবার প্রচারপত্রের নির্দেশিকা মানলে রাজশাহীতে ডেঙ্গু ছড়াবে না। তাই প্রচারপত্রের নির্দেশিকা মেনে এডিসের বংশবিস্তারের স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

প্রচারপত্র বিতরণকালে তার সঙ্গে মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আবুল কালাম আজাদ, ফেরদৌস জামিল টুটুল, সদস্য সিরাজুর রহমান খান, শাহিনুর বেগম, নগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল, নগরীর ২৪ নম্বর ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মইদুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর