ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। 

এদিকে, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে হাসপাতাল গুলোতে ২৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তাছাড়া চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৭০জন।  বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই ফরিদপুর জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে সরকারি-বেসরকারি এবং উপজেলা হাসপাতাল গুলোতেও ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। অবস্থা আশংকাজনক হওয়ায় অনেককেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লিপি আক্তার নামের একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। গত কয়েকদিনে ৩৬ জন ডেঙ্গু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠনো হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর