ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই, চিকিৎসাধীন ৬১
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সমানতালে প্রচারণাও বেড়েছে। এদিকে জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর নতুন রোগী ভর্তি হয়েছে ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ জন। 

এখন পর্যন্ত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নারী, শিশুসহ ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। 

এনিয়ে দিনাজপুর জেলায় এ পর্যন্ত ১৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।  এছাড়াও হাসপাতালে পর্যন্ত ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকিরা পর্যায়ক্রমে রিলিজ নিয়ে বাড়ি ফিরে গেছে। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও আশঙ্কার কিছু নেই। ডেঙ্গু প্রতিরোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর