ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৫০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টানা দুই দিন ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এই সময়ের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৯১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৭ জন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ১১৪ জন। 

শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২৫৮ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ১৪৫ জন, নারী ৫২ জন এবং ৭২ জন শিশু। গত বৃহস্পতিবার ভর্তি ছিলেন ২৯৯ জন।

গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১৩ জন এবং শিশু ৩ জন। একই সময়ে হাসপাতাল ছেড়ে যাওয়া ৯১ জনের মধ্যে পুরুষ ৫৩ জন, নারী ২৪ জন এবং শিশু ১৪ জন।  

গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন ১ হাজার ১শ’ ১১ জন। এই সময়ের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আর সুস্থ হয়ে ৮৪৯ জন। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ডেঙ্গু রোগীর মত্যু হয়।  

শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানিয়েছেন, মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর