ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শরীয়তপুর সদর হাসপাতালে আরও ২৬ ডেঙ্গু রোগী ভর্তি
শরীয়তপুর প্রতিনিধি:

গত দুই দিনে শরীয়তপুর সদর হাসপাতালে নতুন করে ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে ২৯ জুলাই থেকে ১৬ আগস্ট দুপুর পর্যন্ত ১৪৪ জন ডেঙ্গু রোগী শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশির ভাগ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। এছাড়া ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।  

এদিকে, আজ শুক্রবার দুপুরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ডেঙ্গু রোগীদের দেখতে হাসপাতালে যান। তিনি রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং অসহায় রোগীদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ, সিনিয়র কনসালটেন্ড ডা. নাসির উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মোজাফ্ফর জমদ্দার, শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা পরিষদের সদস্য উজ্জল আকনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/মাহবুব



এই পাতার আরো খবর