ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুমিল্লায় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২০ ডেঙ্গু রোগী
কুমিল্লা প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯৫ জন রোগী ভর্তি হয়েছে। তবে বর্তমানে চিকিৎসাধীন আছে ৮৩ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৮১২ জন। 

বুধবার এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। 

তিনি আরও জানান, চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নয়। এ পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়নি। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেক রোগীকে বেড সঙ্কটে মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে।   

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর