ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এডিস মশা নির্মূলে 'চিরুনি অভিযানে' অসহযোগিতা পেলে আইনি ব্যবস্থা
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

এডিস মশা নির্মূলে চলমান 'চিরুনি অভিযানে' সংশ্লিষ্টরা অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম বলেন, ‘চিরুনি অভিযান’ চলাকালে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের অনেক বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি নিজেও গিয়ে দেখেছি যে, আমাদের ৪৫ মিনিট পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এছাড়া লিফট বন্ধ রাখা হচ্ছে, ছাদের দরজা তালা মেরে চাবি দেওয়া হচ্ছে না। 

আজ রবিবার রাজধানীর গুলশান-২ এর ডিএনসিসি মার্কেট প্রাঙ্গণে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, বর্তমানে চিরুনি অভিযান চলতে থাকা ৩৬টি ওয়ার্ডের কোনো বাড়ি বা প্রতিষ্ঠানের কেয়ারটেকার, নিরাপত্তা প্রহরী অথবা মালিক অসহযোগিতা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ডিএনসিসির সব বাড়ি, প্রতিষ্ঠান, খোলা জায়গা ও পরিত্যক্ত ভবন ১০ দিনব্যাপী চলমান চিরুনি অভিযানের আওতায় আসবে। কিছুই বাদ যাবে না। তবে পরবর্তীতে এটি চালিয়ে যাওয়াই মূল চ্যালেঞ্জ এবং এজন্য বছরের ৩৬৫ দিনই এডিস মশা নিধনে কাজ করতে হবে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর