ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গু জ্বরে মারা গেলেন শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি
বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. কামাল হোসেন তালুকদার (৬২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. কামাল গত ৪ আগষ্ট তীব্র জ্বর-কাশি নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর থাইরয়েড ক্যান্সার ও কিডনি রোগ ধরা পড়ে। পরে ডেঙ্গু জ্বরে রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। 

২৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য সুইডেন প্রবাসী স্ত্রী-সন্তানরা তাকে সুইডেনে নিতে চাইলে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সেখানে পাঠানো যায়নি। 

কামাল হোসেন শরণখোলা উপজেলার সভাপতির আগে বিএনপির সুইডেন শাখার সভাপতি ছিলেন। তার মরদেহ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। সুইডেন প্রবাসী স্ত্রী-সন্তানরা দেশে আসার পর তাকে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে দলীয় ভাবে জানানো হয়েছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যুতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 



এই পাতার আরো খবর