ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা, জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুটি নির্মানাধীন ভবন কর্তৃপক্ষ এবং একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে নগরীর জর্ডন রোড এলাকায় এই অভিযান পরিচালত হয়। 

জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিকেলে নগরীর জর্ডন রোডের নির্মাণাধীন লায়লা ল্যান্ডমার্কে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় বলে নিশ্চিত করেন অভিযানে সহায়তাকারী সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক। এ সময় সিটি করপোরেশন (স্থানীয় সরকার) আইন-২০০৯ এর ৯৩ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত লায়লা ল্যান্ডমার্ককে ৫ হাজার টাকা এবং একই সড়কে নির্মানাধীন দুটি ভবনে পানি জমে থাকায় সংশ্লিষ্ট কেয়ার টেকার মো. মিজান ও সাইদুল ইসলামকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন। 

জনস্বাস্থ্য রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর