ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেবাচিমে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপতালে (শেবাচিম) চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। তবে বিগত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে একজন বেড়েছে।

শুক্রবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ১৪৭জন। এর আগে বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ১৫৫জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন ডেঙ্গু রোগী। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল ৪০জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ৪৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিদায় নিয়েছিল ২৮ জন। 

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২২জন, নারী ১২জন এবং ৭জন শিশু। একই সময়ে বিদায় নেওয়া ৪৯ জনের মধ্যে পুরুষ ২৩জন, নারী ১৫জন এবং ১১জন শিশু। 

গত ১৬ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮০১জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬৪৮জন। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ৬জন রোগীর মৃত্যু হয়েছে।

এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে একজনসহ এ পর্যন্ত বরিশাল বিভাগে ১১জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর