ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও কমেছে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আরও কমেছে। তবে বিগত ২৪ ঘন্টায় রোগী ভর্তির সংখ্যা প্রায় একই রয়েছে। 

আজ রবিবার শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলো ১৪২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৪৪ জন এবং ৩২ জন শিশু। এর আগের ২৪ ঘন্টায় চিকিৎসাধীন ছিল ১৪৯ জন রোগী। 

গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন। এর মধ্যে পুরুষ ১৭ জন, নারী ১১ জন এবং ৫ জন শিশু। এর আগের ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিল ৩২জন। 

বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছে ৪০ জন। এর আগের ২৪ ঘন্টায় বিদায় নিয়েছিল ১৩ জন। রবিবার বিদায় হওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৭ জন এবং ৮ জন শিশু। 

গত ১৬ জুলাই থেকে আজ রবিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। এই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন ১ হাজার ৭২৪ জন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ জন। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সহ বরিশাল বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১১জন রোগীর মৃত্যু হয়েছে।  

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ



এই পাতার আরো খবর