ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে কমছে ডেঙ্গু রোগী, চিকিৎসাধীন ২২০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। এর আগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল ৬১ জন। 

মঙ্গলবার বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২২০ জন ডেঙ্গু রোগী। সোমবার চিকিৎসাধীন ছিল ২৫৯ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৩২৫ জন রোগী। চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ৪ হাজার ৯৫জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন। মঙ্গলবার চিকিৎসাধীন ছিল ১০৯ জন ডেঙ্গু রোগী।  

গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি হওয়া ২৬ জন সহ মঙ্গলবার শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিল ১৩১ জন ডেঙ্গু রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছে ৪৭ জন। 

গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯১৭জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৮০২ জন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর