ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গুতে খুলনা মেডিকেলে ৫ বছরের এক শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবন্তী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে যশোরের বাগারপাড়া রামচন্দ্রপুর গ্রামের মো. সোহাগের মেয়ে। আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মৃত্যু হলো মোট ৯ জনের। 

খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শ্রাবন্তীকে গত ৩১ আগস্ট দুপুরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

এদিকে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ রোগী।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর