ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভাঙ্গায় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হওয়ার। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর মধ্য দিয়ে সে স্বপ্ন বিলীন হয়ে গেল ভাঙ্গা পৌর সদরের ছিলাধরচর মহল্লার জিলানী শিকদার রবিনের (১৮)। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সে ছিলাধরচর মহল্লার কামরুজ্জামান শিকদার এর পুত্র। কামরুজ্জামান শিকদারের দুই ছেলের মধ্যে সে ছিল বড়। জিলানী এ বছর ভাঙ্গা সরকারি কে এম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে।   

রবিনের চাচা রমজান শিকদার জানান, রবিন গত ৮ দিন আগে ভাঙ্গা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথম ফরিদপুর মেডিকেল কলেজ, পরে ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল, সর্বশেষ গত ২ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। 

শুক্রবার এশার নামাজের পর ভাঙ্গা ঈদগাহ মসজিদ মাঠে জানাজা শেষে তাকে ঈদগাহ গোরস্থানে দাফন করা হবে।    

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর