ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলো ১০৫জন ডেঙ্গু রোগী। এর আগের দিন শুক্রবার চিকিৎসাধীন ছিলো ৮৪ জন রোগী। 

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। যার মধ্যে পুরুষ ১১ জন, নারী ১৮ জন এবং ৪ জন শিশু। এর আগের ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছিলো ২৪জন। 

গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১৪ জন। এর মধ্যে পুরুষ ৬ জন, নারী ৫ জন এবং ১ জন শিশু। শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন থাকা ১০৫ জনের মধ্যে ৪৯ জন পুরুষ, নারী ৩২ জন এবং শিশু ২৪ জন। 

গত ১৬ জুলাই থেকে আজ শনিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন ২ হাজার ২৫ জন। এই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯১৪ জন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১জনের মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে।

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ



এই পাতার আরো খবর